মঙ্গলবার ৮ এপ্রিল ২০২৫ - ২৩:১২
ইরানের কাজ শেষ, এখন মার্কিন যুক্তরাষ্ট্রের পালা: ড. জরিফ

ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জরিফ এক্স সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি পোস্টে লিখেছেন, ইরান সঠিক নির্বাচন করেছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের দায়িত্ব।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জরিফ এক্স সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি পোস্টে লিখেছেন, ইরান সঠিক নির্বাচন করেছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের দায়িত্ব-এই অঞ্চল ও বিশ্বের উন্নত ভবিষ্যৎ গড়তে এই সিদ্ধান্তমূলক পরীক্ষায় অংশ নেওয়া।

ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (IRNA)-এর প্রতিবেদন অনুযায়ী, ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জরিফ ৮ এপ্রিল ২০২৫-এ তার এক্স অ্যাকাউন্টে পোস্ট করেন:  শনিবার থেকে শুরু হওয়া আলোচনার দায়িত্ব আমাদের বিশ্বস্ত ও দক্ষ সহকর্মী ড. সাইয়েদ আব্বাস আরাকচি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের তার অভিজ্ঞ সহকর্মীদের হাতে ন্যস্ত হওয়া অত্যন্ত আনন্দদায়ক ও আশাব্যঞ্জক। তারা জাতীয় স্বার্থ এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে সমঝোতায় পৌঁছানোর জন্য তাদের প্রজ্ঞা, আন্তরিকতা ও দৃঢ়তার প্রমাণ ইতিমধ্যেই দিয়েছেন।

জরিফ আরও লিখেছেন, যদি মার্কিন দলও একই সংকল্প নিয়ে, ইরানি জনগণের স্বার্থ ও অধিকারের প্রতি সম্মান রেখে আলোচনায় অংশ নেয়, তাহলে তারা সঠিক পথে এগোবে।

তিনি জোর দিয়ে বলেন, এখন মার্কিন যুক্তরাষ্ট্রের পালা-এই অঞ্চল ও বিশ্বের একটি উত্তম ভবিষ্যৎ গড়তে এই ঐতিহাসিক পরীক্ষায় অংশ নেওয়ার।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha